সোমবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল কাদের কুমিল্লা জেলার লাকসাম সদর উপজেলার মো. মনির হোসেনের ছেলে ও একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং অফিসার বলে জানা গেছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন বাংলানিউজকে জানান, বগুড়া থেকে মোটরসাইকেলযোগে শেরপুর শহরের উদ্দেশে আসছিলেন আব্দুল কাদের। পথে মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমবিএইচ/এসআরএস