ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৫, মার্চ ২৬, ২০১৮
মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট  অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন-ছবি-বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার (২৬ মার্চ) সকালে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মরণ না কারায় কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধারা এ অনুষ্ঠান বয়কট করেন। 

কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়া জানান, কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সকাল সাড়ে ৮টার দিকে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় তিনি উপস্থিত সবার নাম স্মরণ করলেও মুক্তিযোদ্ধাদের নাম স্মরণ করেননি। ফলে প্রায় ৫০ জনের বেশি মুক্তিযোদ্ধা অপমানবোধ করে অনুষ্ঠান বয়কট করে চলে যান। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যলয়ে তারা আলাদাভাবে স্বাধীতা দিবসের অনুষ্ঠান করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, এটা ভুল বুঝাবুঝি হয়েছে। বয়কটের কোনো বিষয় হয়নি।  

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশের সঙ্গে বার বার মোবাইল ফোনে য়োগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।