সোমবার (২৬ মার্চ) সকালে সিলেট সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা শাহীনের কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জেসমিন ওই কলোনির বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রোববার (২৫ মার্চ) রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে বসত ঘরে ঘুমাতে যান জেসমিন। সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহ থেকে ওই নারী আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনইউ/এসআরএস