রোববার (২৫ মার্চ) দিনগত রাত ১২টার দিকে নগরের সুবিধবাজার এক্সেল টাওয়ারে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। এ সময় আটক করা হয় শাবিপ্রবি ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক আজমল হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নগরীর সুবিদবাজারে এক্সেল টাওয়ারে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় আটকদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
গত ২৫ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে অভ্যন্তরীণ বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত হন শাবিপ্রবির বন ও পরিবেশ বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈম। এরপর থেকেই পলাতক ছিলেন আব্দুর রশিদ রাসেল।
র্যাবের উপ-অধিনায়ক মেজর জামসেদ হোসাইন বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের সম্পর্কে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনইউ/এসআরএস