ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে জবি প্রেসক্লাবের শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৫, মার্চ ২৬, ২০১৮
জাতীয় স্মৃতিসৌধে জবি প্রেসক্লাবের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ফুল ‍দিয়ে শ্রদ্ধা নিবেদন

জবি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ফুল ‍দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় (জবি) প্রেসক্লাব।

সোমবার (২৬ মার্চ) সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন জবিতে কর্মরত প্রগ‌তিশীল সাংবা‌দিকরা।  

শ্রদ্ধা নিবেদন শেষে জবি প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস বাংলাদেশের সব মানুষের জন্য একটা অনুভূ‌তির নাম।

আর এ দিবস‌টিকে শুধু স্মরণ করলেই হবে না বরং দিবস‌টির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। দেশের সবস্তরের মানুষের মধ্যে মু‌ক্তিযুদ্ধের চেতনাকে জা‌গিয়ে তুলতে হবে। রুখে দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সব অপশ‌ক্তিকে।

এ সময় জ‌বি প্রেসক্লাবের সব সদস্য ও জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় দৈ‌নিকের সাংবা‌দিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।