ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

লর্ড কার্লাইলের মতো আইনজীবী নিয়োগ দুঃখজনক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৫, মার্চ ২৫, ২০১৮
লর্ড কার্লাইলের মতো আইনজীবী নিয়োগ দুঃখজনক আইনমন্ত্রী আনিসুল হক/ফাইল ছবি

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিদেশি আইনজীবী নিয়োগ করতেই পারেন, তবে লর্ড কার্লাইলের মত আইনজীবী নিয়োগ করা অত্যন্ত দুঃখজনক।

রোববার (২৫ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে ১১ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নিশ্চয়ই বাইরের (বিদেশি) আইনজীবীর মতামত নিতে পারেন।

আমি শুনেছি লর্ড কার্লাইলকে তারা নিয়োগ দিয়েছেন। লর্ড কার্লাইলের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সমন্ধে বক্তব্য দিয়েছেন এবং তিনি জামায়াত নেতাদের সহায়তা দিয়েছেন।  

বিএনপি যদি সেই লর্ড কার্লাইলকে নিয়োগ করে থাকেন সেটা অত্যন্ত দুঃখজনক হবে। কিন্তু অন্যদিকে আমি বলবো, বিএনপির কাছ থেকে এরকমটাই মানুষ আশা করে। কারণ হচ্ছে তাদের মিটিংয়ে যুদ্ধাপরাধীদের জন্য দোয়া হয়। বিএনপি যে বাংলাদেশ বিশ্বাস করে না সেটা অনেকবার তারা প্রমাণ করেছে। বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রেও আরেকবার তারা প্রমাণ করলো।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।