ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, মার্চ ২৪, ২০১৮
খাগড়াছড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত আহত রাসেল/ ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের মিলনপুর এলাকায় মো. রাসেল (১৭) নামে এক ওয়ার্ড ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাসেল খাগড়াছড়ি সদরের কদমতলী হরিনাথ পাড়ার মো. নূর হোসেনের ছেলে এবং খাগড়াছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী।

জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা জানান, সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

এ ঘটনার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের অনুসারীদের দায়ী করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।