ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

১১ রাষ্ট্রদূতকে নিয়ে বৈঠকে বসছেন আইনমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, মার্চ ২৪, ২০১৮
১১ রাষ্ট্রদূতকে নিয়ে বৈঠকে বসছেন আইনমন্ত্রী

ঢাকা: ১১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাদের প্রতিনিধিদের নিয়ে রোববার (২৫ মার্চ) বৈঠকে বসছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক হবে।

বৈঠকে জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিন্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে টিরিংক, সুইডেন রাষ্ট্রদূতের প্রতিনিধি চার্লোটা স্কেলটার, যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের প্রতিনিধি জুয়েল রিফম্যান, ডেনমার্ক রাষ্ট্রদূতের প্রতিনিধি মাইকেল হেমনিটি উইনথার, ফ্রান্স রাষ্ট্রদূতের প্রতিনিধি মারি অ্যানিক বুরডিন, কানাডিয়ান হাই কমিশনারের প্রতিনিধি বিনোট প্রিফন্টেইন, যুক্তরাজ্য রাষ্ট্রদূতের প্রতিনিধি কানবার হোসেন বর, স্পেন রাষ্ট্রদূতের প্রতিনিধি অ্যালভেরো ডি সালাস জিমেঞ্জ ডি আজক্যারেট, নরওয়ে রাষ্ট্রদূতের প্রতিনিধি সিডসেল ব্লেকেন ও সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের প্রতিনিধি বেট কে এলসাএসার সভায় যোগ দেবেন বলে জানা গেছে।

তবে কি বিষয়ে বৈঠক হবে, তা জানাতে পারেনি আইন ও বিচার বিভাগের সংশ্লিষ্ট সূত্র।

জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ থেকে প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না। বিশ্বের ১২৯ দেশে গণতন্ত্র, বাজার অর্থনীতি এবং সুশাসনের অবস্থা নিয়ে প্রতিষ্ঠানটির সমীক্ষার বাংলা বাংলাদেশের অবস্থান ৮০ নম্বরে। এটি নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।