ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধে মামা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, মার্চ ২৪, ২০১৮
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধে মামা খুন

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের মারধরে নুরুল হক মোরল (৫৮) নামে এক ব্যক্তিকে খুন হয়েছেন।

শনিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার তেলিগাতী ইউনিয়নের মধ্য তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল হক একই গ্রামের চাঁন মিয়া মোরলের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ আলমগীর কবির সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাংলানিউজকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপুরে ওই এলাকার বায়োজীদ খানের ছেলে সাইদুল খান মেহেদী (২৫) তার মামা নুরুল হককে মারধর করেন। পরে গুরুতর অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনার পর থেকে সাইদুল পালাতক রয়েছেন এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।