ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর নামে মঞ্চ উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৭, মার্চ ২৪, ২০১৮
ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর নামে মঞ্চ উদ্বোধন ঈশ্বরদীতে ডিলু মঞ্চ উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে আনুষ্ঠানিকভাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলু মঞ্চ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পাবনা-৪ আসনের সংসদ সদস্য, ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু প্রধান অতিথি হিসেবে এ মঞ্চের উদ্বোধন করেন।

পাকশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুলের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বশির আহমেদ বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, পাকশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সদস্য, সাইফুল আলম বাবু মণ্ডল, পাকশি রেলওয়ে ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস পারভেজ, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ।

এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।