ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

রাণীনগরে ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৮, মার্চ ২৪, ২০১৮
রাণীনগরে ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত

নওগাঁ: নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে হাসান আলী (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৪ মার্চ) সকালে উপজেলার একডালা ইউনিয়নের মনিহাপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাসান আলী নাটোর জেলার সিংড়া উপজেলার রামনগর গ্রামের হেকমত আলীর ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শনিবার সকালে উপজেলার একডালা ইউনিয়নের মনিহাপুর বাজারে ট্রাক্টরে বালু উঠানোর কাজ করছিলেন হাসান আলী। এ অবস্থায় চালক ট্রাক্টর সামনে নিতে গেলে নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।