ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

কালীগঞ্জে নকল ওষুধ তৈরির কারাখানায় জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, মার্চ ২১, ২০১৮
কালীগঞ্জে নকল ওষুধ তৈরির কারাখানায় জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের পৌর এলাকায় গবাদিপশুর নকল ওষুধ তৈরির কারাখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবিরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

জেলা ওষুধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসান জানান, কালীগঞ্জ পৌরসভার সামনে ডিএনএ এগ্রো ফার্মা নামে একটি কারখানায় অবৈধভাবে গবাদিপশুর ওষুধ তৈরি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে কারখানা মালিক মাসুদ রানাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।