ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ফেনসিডিলসহ ৩ যুবক আটক, মাইক্রোবাস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, মার্চ ২১, ২০১৮
সৈয়দপুরে ফেনসিডিলসহ ৩ যুবক আটক, মাইক্রোবাস জব্দ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ২২ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

বুধবার (২১ মার্চ) দুপুরে সৈয়দপুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে মাইক্রোবাস তল্লাশি করে মাদক পেয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নীলফামারী জেলা শহরের সবুজপাড়ার ব্যবসায়ী তয়েজ উদ্দিনের ছেলে ও মাইক্রোবাস চালক মুশফিকুর রহমান ওরফে বকুল (৩২), সদর উপজেলার পঞ্চপুকুর এলাকার আব্দুর রশীদের ছেলে মোরছালীন (২৮) ও সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মুন্না আহমেদের ছেলে মুসলিম (৩৮)।

পুলিশ জানায়, স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস নীলফামারী থেকে এসে সৈয়দপুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান করছিল। এসময় পুলিশের সন্দেহ হলে গাড়িটি তল্লাশি করে ২২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ওই তিন যুবককে আটক করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।