ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, মার্চ ২১, ২০১৮
বাগেরহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও সেচের টাকা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট।

বুধবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমান, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস প্রমুখ।

মৌসুমী উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাগেরহাট সদর উপজেলার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি-এমএপি সার ও সেচের জন্য নগদ ৫শ’ টাকা করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।