ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

৮ এপ্রিল সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৮, মার্চ ২১, ২০১৮
৮ এপ্রিল সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আহ্বানে ৮ এপ্রিল থেকে সংসদের ২০তম অধিবেশন

ঢাকা: আগামী ৮ এপ্রিল দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে। চলতি বছ‌রের দ্বিতীয় এ অধিবেশন সেদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শার‌মিন চে‌ৗধুরীর সভাপ‌তি‌ত্বে শুরু হ‌বে। এর আ‌গে, স্পিকা‌রের সভাপ‌তি‌ত্বে কার্য-উপ‌দেষ্টার ক‌মি‌টির বৈঠ‌কে অ‌ধি‌বেশ‌নের সময়সূচি নির্ধারণ হ‌বে।

বুধবার (২১ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি নিশ্চিত করা হয়।

এই অ‌ধি‌বেশ‌নে বেশ‌ কিছু বিল পা‌স হ‌বে। এছাড়া নতুন কিছু বিল উত্থা‌পিত হ‌বে। এর বাই‌রে বাংলা‌দে‌শের অগ্রগ‌তি নি‌য়ে অ‌নির্ধা‌রিত আ‌লোচনা হ‌বে।

দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সাং‌বিধা‌নিক বাধ্যবাধকতায় এক অ‌ধি‌বেশন শেষ হওয়ার ৬০ কার্যদিব‌সের ম‌ধ্যে পরবর্তী অ‌ধি‌বেশন বসে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।