ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

বেলকুচিতে গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪২, মার্চ ২১, ২০১৮
বেলকুচিতে গাঁজাসহ আটক ১ বেলকুচিতে গাঁজাসহ আটক ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে দেড় কেজি গাঁজাসহ আইয়ুব আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার (২১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন বিষয়টি জানায়।

আটক আইয়ুব আলী বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া গ্রামের মৃত আসমত আলী সরকারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ মার্চ) রাতে সুবর্ণসারা উত্তপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।