ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

জোড়া খুন

মেয়ের শরীরে ১৪ আঘাত, মাকে শ্বাসরোধে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, মার্চ ২১, ২০১৮
মেয়ের শরীরে ১৪ আঘাত, মাকে শ্বাসরোধে হত্যা প্রতীকী ছবি

ঢাকা: গুলশানে খুন হওয়া মা-মেয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে পাওয়া যায়, মেয়ের (সুজাতা) শরীরে ১৪ ধারালো অস্ত্রের আঘাত ও মাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেলা ১২টায় ময়নাতদন্ত শুরু করে, শেষ হয় বেলা ১টায়।

ময়নাতদন্তকারী চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদিপ বিশ্বাস ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের জানান, সুজাতার গলাসহ শরীরে ১৪টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং মাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে তা জানার জন্য নিহতদের দেহ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে।  

তিনি আরও জানান, নিহতদের শরীরের আঘাতের ধরন দেখে মনে হচ্ছে মাত্র একজন ব্যক্তির পক্ষে এ হত্যাকাণ্ড ঘটানো সম্ভব না।

ময়নাতদন্তে আগে গুলশান থানা পুলিশ মা-মেয়ের সুরতাল প্রতিবেদন তৈরি করে।

মঙ্গলবার (২০ মার্চ) রাতে কালাচাঁদপুর স্কুলের দক্ষিণ পাশে একটি সাততলা ভবনের চারতলা থেকে এ দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এজেডএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।