ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ২০টি স্বর্ণের বার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, মার্চ ২১, ২০১৮
বেনাপোলে ২০টি স্বর্ণের বার জব্দ জব্দ হওয়া স্বর্ণের বার। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণেরবার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

বুধবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে, বেনাপোলের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে।

এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবির একটি টহল দল সীমান্তের সাদীপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন স্বর্ণ পাচারকারী একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ওই পোটলাটির মধ্য থেকে দুই কেজি ওজনের মোট ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ স্বর্ণের বার জব্দের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জব্দ হওয়া স্বর্ণের বারগুলো বেনাপোল বন্দর থানায় জমার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।