ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

সোনাইমুড়িতে ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০১, মার্চ ২১, ২০১৮
সোনাইমুড়িতে ২ মাদক বিক্রেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

বুধবার (২১ মার্চ) সকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামের আবদুল মালেকের ছেলে মো. ওয়াসিম (২৭), একই লাউতলা গ্রামের মৃত অনিল চন্দ্র সিংহের ছেলে পিযুষ চন্দ্র সিংহ (২২)।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক  আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সোনাইমুড়ী পৌরসভায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।