ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, মার্চ ১৯, ২০১৮
চুয়াডাঙ্গায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার গ্রেফতারকৃত আব্দুল মালেকে

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ার আবসন এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মালেককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৯ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়। তিনি চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ি এলাকার কৃষক খোকন হত্যা মামলায় তাকে এ সাজা দিয়েছেন আদালত।

গ্রেফতারকৃত আব্দুল মালেকের বাড়ি ওই একই এলাকায়।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০০৭ সালের ১১ জুন বুজরুকগড়গড়ি মাঠে খোকনকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই নূর বক্স বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় আব্দুল মালেকসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্ত ও শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় ২০০৯ সালে আসামিদের মধ্যে আব্দুল মালেককে যাবজ্জীবন সাজা দেন আদালত। এতোদিন তিনি পলাতক ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দীর্ঘ নয় বছর পালিয়ে ছিলেন আব্দুল মালেক। ভোরে তিনি বুজরুকগড়গড়ি এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।