ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, মার্চ ১৭, ২০১৮
বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি/ছবি: বাংলানিউজ

বরিশাল: বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বরিশাল নগরের বান্দরোডের বঙ্গবন্ধু উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান বিভাগীয় প্রশাসনের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফা।

এর পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, ডিআউজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মদিন, রঙ ছড়ানো আলো লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’এ স্লোগানে জেলা প্রশাসন দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন।

দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন শুক্রবারে রচনা, বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিন শনিবার (১৭ মার্চ) দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকালে সাড়ে ৯ টায় আনন্দ র‌্যালি, অশ্বিনী কুমার হলে শিশু সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ