ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হঠাৎ আগুন আতঙ্ক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, মার্চ ১৬, ২০১৮
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হঠাৎ আগুন আতঙ্ক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পশ্চিম পাশে আগুন/ছবি: শোয়েব মিথুন

ঢাকা: শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ছুঁইছুঁই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তখন যুব গেমসের সমাপনী অনুষ্ঠানের আয়োজন চলছে। হঠাৎই দেখা গেল স্টেডিয়ামের পশ্চিম দিকের গ্যালারির দর্শকেরা ছুটতে শুরু করেছে। ধোঁয়া দেখে আঁচ করতে বাকি রইলো না আগুন লেগেছে।

গিয়ে দেখা গেল স্টেডিয়ামের ১৫ নম্বর মিডিয়া লেগ সংলগ্ন ইলেক্ট্রনিক্সের দোকানের বাইরে অগ্নিকুণ্ডলি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেল, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাতের ঘটনা ঘটেনি।  

অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিস ও উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

যুব গেমসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিশেষ অতিথি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এখানে আসার কথা।  

তাই  দুপুর ২টা’র পর থেকেই তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে স্টেডিয়ামের সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়। হাতে গোনা দু’একটি দোকান খোলা ছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ