ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, মার্চ ১৬, ২০১৮
রাঙামাটিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাঙামাটি: রাঙামাটিতে ট্রাকের ধাক্কায় মো. কাউসার (১৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। কাউসারের বাড়ি চট্টগ্রামের লালখানা বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়। দুপুরে কাউসার ও তার দুই বন্ধু চট্টগ্রাম থেকে মাউন্টাইন বাইক নিয়ে রাঙামাটিতে আসছিলেন। পথে জেলা শহরের মানিকছড়িস্থ মুন্সী আব্দুর রব চত্বর এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি ট্রাক কাউসারের বাইকটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

রাঙামাটির কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) লিমন বোস বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ১৬৪১
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ