ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

উখিয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে রোহিঙ্গা যুবককে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৭, মার্চ ১৬, ২০১৮
উখিয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে রোহিঙ্গা যুবককে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে হাকিম (৩০) নামে এক  যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন আরেক রোহিঙ্গা যুবক।

শুক্রবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৪টায় কুতুপালং ক্যাম্পের ডি ৪ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত হাকিম একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, হাকিমের দুই স্ত্রী। একজন বান্দরবান ও অন্যজন ক্যাম্পে থাকেন। বান্দরবানে থাকা স্ত্রী বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্তানদের দেখতে ক্যাম্পে আসেন। এ সময় তার পরিচয় জানতে চায় একই ওয়ার্ডের রাশেদুল্লাহর ছেলে মো. রফিক। এনিয়ে কথা কাটাকাটি হয় দুই পরিবারের মধ্যে। এরই জের ধরে শুক্রবার ভোরে মো. রফিক হাতুড়ি দিয়ে পিটিয়ে হাকিমকে হত্যা করেন। ঘটনার পরপরই রফিক পালিয়ে গেলেও এই ঘটনায় জড়িত থাকার দায়ে ওই ব্লকের মাঝি শামসুকে আটক করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বাংলানিউজকে বলেন, হত্যাকারীকে আটকে ও ঘটনার মূল রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ