ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

এবার পাকস্থলিতে করে ইয়াবা পাচার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, মার্চ ১৫, ২০১৮
এবার পাকস্থলিতে করে ইয়াবা পাচার ইয়াবাসহ আটক দুই মাদক বিক্রেতা

ঢাকা: কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট স্কচটেপ দিয়ে পেঁচিয়ে চকলেটের আকার করে কলার সঙ্গে খাইয়ে দেওয়া হতো পাচারকারীদের। পরে ঢাকায় আসার পর সেসব ইয়াবা বের করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

অভিনব এ পন্থায় ইয়াবা পাচারে ৮-১০ জন দরিদ্র নারী-পুরুষকে ব্যবহার করতো জুলহাস তালুকদার (৪৫) ও নজরুল ইসলাম (৪০) নামে দুই ইয়াবা বিক্রেতা। যারা সিলভারের হাড়ি-পাতিল ব্যবসার আড়ালে গড়ে তুলেছিল ইয়াবা বিক্রির সিন্ডিকেট।

বৃহস্পতিবার (১৫ মার্চ) রাজধানীর কদমতলী এলাকা থেকে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ১শ পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন নজরদারীর পর বৃহস্পতিবার এই চক্রের দুই মূল হোতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ