ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

কালীগঞ্জে ৩ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, মার্চ ১৫, ২০১৮
কালীগঞ্জে ৩ জুয়াড়ির কারাদণ্ড কালীগঞ্জে ৩ জুয়াড়ির কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে চৈত্র মাস উপলক্ষে আয়োজিত মেলায় জুয়ার  আসর থেকে আটক তিন জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান।

সাজাপ্রাপ্তরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে রুহুল আমিন (৩২), একই জেলার আদিতমারী উপজেলার জামাইটারী এলাকার জাহেদুল ইসলামের ছেলে শাহীন মিয়া (৩৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার সওদাগর পাড়ার নাসির উদ্দিনের ছেলে শামীম মিয়া (৩৮)।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, বান্দেরকুড়া গ্রামের কালীকুড়ায় চৈত্র মাস উপলক্ষে আয়োজিত মেলায় জুয়া খেলছিলেন বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তিন জুয়াড়িকে আটক করে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা নিজেদের দোষ স্বীকার করলে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ