ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

কামরাঙ্গীরচরে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, মার্চ ১৫, ২০১৮
কামরাঙ্গীরচরে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ৩৪০ বোতল ফেলসিডিল উদ্ধারের মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিরা হলেন- মো. শাহাদৎ হোসেন খান (৩৭), মো. মনির হোসেন (৩৪), মো. জয়নাল আবেদীন (৩২)

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমার চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আসামিরা আটক ছিলেন।

রায় শোনানোর জন্য তাদের আদালতে আনা হয়। রায় শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

২০১২ সালের ২৩ জানুয়ারি ঢাকার কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর শরীয়তপুর মেডিকেল হলের সামনে থেকে ৩৪০ বোতল ফেনসিডিল, ১টি ফেনসিডিল বহনকারী গাড়ী (প্রাইভেট কার) ও ৩টি মোবাইল সেটসহ তাদের আটক করে র‌্যাব-১০ এর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ