ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

ডিএমপির ১১ এডিসিকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, মার্চ ১৫, ২০১৮
ডিএমপির ১১ এডিসিকে বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৪ মার্চ) ডিএমপির কার্যালয়ের আদেশে এ বদলি করা হয়।

বৃহস্পতিবার( ১৫ মার্চ) দুপুরে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান।

ওই আদেশে এডিসি আবুল কাশেম মো. বাকীবিল্লাহকে এডিসি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন, এডিসি মো. হুমায়ুন কবীরকে এডিসি লালবাগ বিভাগ, এডিসি কাজী মইনউদ্দিনকে এডিসি ইঅ্যান্ডডি, এডিসি মাঈনুল ইসলামকে এডিসি ইঅ্যান্ডডি, এডিসি মো. আহমেদুল ইসলামকে এডিসি স্পেশাল অ্যাকশন গ্রুপ, এডিসি মো. হাফিজ আল ফারুককে এডিসি তেজগাঁও বিভাগ, এডিসি নুসরাত জাহান মুক্তাকে এডিসি উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, এডিসি মো. এনামুল হক মিঠুকে এডিসি প্রটেকশন, এডিসি রুবাইয়াত জামানকে এডিসি ক্রাইম, এডিসি ওবায়দুর রহমানকে এডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ এবং এডিসি মোহাম্মদ শহিদুল ইসলামকে এডিসি প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ