ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, মার্চ ১৫, ২০১৮
বেগমগঞ্জে ইয়াবাসহ আটক ২

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (পুলিশ) ডিবি।

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে চৌমুহনী চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মরোধার এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইমন হোসেন (২৭) ও রায়পুর উপজেলার মধুপুর এলাকার সামছুল হকের ছেলে আবু ইউছুফ (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডিবি পুলিশ চৌমুহনী চৌরাস্তায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।  

নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের বাংলানিউজকে জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।