ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে বাড়িতে আগুন, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, মার্চ ১৫, ২০১৮
সাভারে বাড়িতে আগুন, নিহত ১

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে একটি বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনায় মরিয়ম বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মরিয়ম বেগম দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার সাউদগারী গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকার মুসা মিয়ার টিনসেড বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ বাংলানিউজকে জানান, দুপুরে ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুন গেলে মুহূর্তেই তা ছড়িয়ে পরে কয়েকটি কক্ষে পুড়ে যায়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। এসময় একটি কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান সাভার ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘন্টা, ,মার্চ ১৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।