ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

নবীগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, মার্চ ১৫, ২০১৮
নবীগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ শহরে মালামাল রেখে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ বিন হাসান এ জরিমানা করেন।

তিনি বাংলানিউজকে জানান, নবীগঞ্জ পৌর শহরের অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের মাল‍ামাল রাস্তায় রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হলেও তারা কর্ণপাত করেনি।

একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে বশির মিয়ার রাহাত মেশিনারিজকে ৩ হাজার ৫০০, শরীফ আহমেদের নজির মেশিনারিজকে ৪ হাজার, ফজলে রাব্বী সিকদারের লিপি মেশিনারিজকে ২ হাজার, জুয়েল দাশের মেসার্স জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ২ হাজার এবং আকবর আলীর মালিকানাধীন অমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নবীগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দাশসহ একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।