ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪২, মার্চ ১৫, ২০১৮
আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ১

বান্দরবান: বান্দরবানের আলীকদম সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাওয়ার সময় স্থল মাইন বিস্ফোরণে পাওয়াই ম্রো (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে-মেয়ে।

বুধবার (১৫ মার্চ) ভোরে উপজেলার কুরুকপাতা নিউনিয়নের রালাইপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পাওয়াই ম্রোর স্ত্রী চংরে ম্রো (৩৫), তাদের শিশু সন্তান সিতু ম্রো (৯), ইয়া ইয়ং ম্রো (৫), তনকো ম্রো (৩) ও তংরুং ম্রো (২)।

দুর্গম এলাকা হওয়ায় এখনো নিহতের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, এলাকাটি খুবই দুর্গম হওয়ায় নিহতের মরদেহ ভোরে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আহতদের উদ্ধার করে কুরুকপাতা সেনাবাহিনীর ক্যাম্পে এনে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।