ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

ডোমারে আগুনে পুড়লো ২০ ঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪০, মার্চ ১৫, ২০১৮
ডোমারে আগুনে পুড়লো ২০ ঘর

নীলফামারী: নীলফামারীর ডোমারের মোজা পাঙ্গা গ্রামের জলদানপাড়ায় আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে ওই পাড়ার মাহাদ্দিনের ছেলে মোকছেদ আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে আগে ২০টি ঘর ও ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, গরু, ছাগল, হাঁস, মুরগি পুড়ে ছাই হয়ে যায়।

ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।