ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, মার্চ ১৪, ২০১৮
বরগুনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের উত্তর গাজী মাহমুদ এলাকায় অভিযান চালিয়ে মো. আরাফাত নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ওই এলাকায় বরগুনা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক মো. আরাফাত ওই ইউনিয়নের বাসিন্দা মো. রতন হাওলাদারের ছেলে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, মো. আরাফাত নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।