ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

আটকদের ছেড়ে দেওয়ায় শাহবাগে আন্দোলনকারীদের উল্লাস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, মার্চ ১৪, ২০১৮
আটকদের ছেড়ে দেওয়ায় শাহবাগে আন্দোলনকারীদের উল্লাস আটকদের ছেড়ে দেওয়ায় শাহবাগে আন্দোলনকারীদের উল্লাস। ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে আটক হওয়া ৬৩ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে রমনা থানা। এ কারণে শাহবাগ এলাকার রাস্তা অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারীরা।

এরপর আটকদের ছেড়ে দেওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগে উল্লাসে মেতেছেন।

বুধবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি থেকে শাহবাগ মোড় অবরোধ করে।

এতে শাহবাগে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ছাড়া শিক্ষার্থীরা শাহবাগ এসে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। রাত সোয়া ৯টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে স্লোগান দেয়।

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসাসহ পাঁচ দফা দাবিতে গত কিছুদিন ধরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী ও চাকির প্রত্যাশীরা। বিভিন্ন সময়ের কর্মসূচির অংশ হিসেবে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল আন্দোলনকারীদের।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।