ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালের মা আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, মার্চ ১৪, ২০১৮
পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালের মা আর নেই ছেলে মুস্তফা কামালের সঙ্গে সাহেরা বেগম। ছবি: সংগৃহীত

কুমিল্লা: বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপির মা সাহেরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

বুধবার (১৪ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটে কুমিল্লা নগরীর মিডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

মৃত্যুকালে সাহেরা বেগম তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) মন্ত্রীর কুমিল্লার লালমাইয়ের নিজ বাড়িতে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মন্ত্রীর মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্নার মাগফেরাত কামনা রেছেন রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।