ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

নাফ নদীতে বিজিবি-বিজিপি’র যৌথ টহল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, মার্চ ১৪, ২০১৮
নাফ নদীতে বিজিবি-বিজিপি’র যৌথ টহল বিজিবি-বিজিপি’র যৌথ টহল

কক্সবাজার: ইয়াবা, মানবপাচার এবং অবৈধভাবে অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) টেকনাফের নাফ নদীতে যৌথ টহল দিয়েছে।

বুধবার (১৪ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা একঘণ্টা টেকনাফের নাজিরপাড়া থেকে মিয়ানমারের প্রাংপ্রু পর্যন্ত (বিআরএম-৫  থেকে বিআরএম-৭ পর্যন্ত) যৌথ এ টহল চলে।

টেকনাফ সদর বিওপির কমান্ডার সুবেদার মো. ইব্রাহিম হোসেন বাংলানিউজকে বলেন, সৌহার্দ্যপূর্ণ সহঅবস্থানের প্রত্যয়ে নাফ নদীতে যৌথ টহল সম্পন্ন হয়েছে।

সীমান্তে মাদক, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ রোধ ও মাছধরা জেলেদের বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হলে পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে সচেষ্ট থাকবে বলে ঐকমত্য পোষণ করেন।
বিজিবি-বিজিপি’র যৌথ টহল
এ বিষয়ে ২ নং বিজিপি’র পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, ঘণ্টাব্যাপী এ যৌথ টহল সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যৌথ টহল শেষে বেলা সাড়ে ১২টার দিকে বিজিবি সদস্যরা টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি হয়ে ফিরে আসেন।

বিজিবি’র পক্ষে সুবেদার মো. ইব্রাহিম হোসেন এবং বিজিপি’র পক্ষে নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পিয়েং পেও ক্যাম্পের ইনচার্জ থেইন লিন মং যৌথ টহলে নেতৃত্ব দেন বলেও জানান তিনি।  

২০১৮ সালে প্রথমবারের মতো গত ৫ মার্চ নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যৌথ টহল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।