ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

চার দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, মার্চ ১৪, ২০১৮
চার দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

খাগড়াছড়ি: যুদ্ধাপরাধী ত্রিদিব রায়ের নামে থাকা সব স্থাপনার নাম ফলক মুছে ফেলাসহ চার দফা দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

বুধবার (১৪ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা শাখার একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে স্বাক্ষাৎ শেষে তার হাতে এ স্মারকলিপিটি তুলে দেন।  
 
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালের একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৫ সালের ৬ ডিসেম্বর ত্রিদিপ রায়ের নামে থাকা সব নাম ফলক মুছে ফেলার নির্দেশ দেন।

তবুও এটি কার্যকর না হওয়ায় ২০১৭ সালের ২১ মে আবার পরবর্তী ৩ মাসের মধ্যে রায় কার্যকরের আদেশ দিলেও এটি অতিতের ন্যায় চুপ হয়ে যায়।
 
২৬ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের নাম ফলক মুছে ফেলে, বাঙালি নারী ও সব নির্যাতনের বিচার, দেবাশিষ রায় ও তার পত্নী ইয়েন ইয়েনকে উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করাসহ চার দফা দাবি তুলে ধরা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি মো. মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, পার্বত্য অধিকার ফোরামের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. মহিউদ্দীন, জেলা যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা সহ-সম্পাদক রবিউল হোসেন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আলম, জেলা দপ্তর সম্পাদক মৃদুল বড়–য়া প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।