ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

সংবিধানের ৪ নীতি ফিরেছে বলেই এলডিসি উত্তরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৭, মার্চ ১১, ২০১৮
সংবিধানের ৪ নীতি ফিরেছে বলেই এলডিসি উত্তরণ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পাশে প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানের চার নীতি ফিরিয়ে এনেছেন বলেই দেশ স্বল্পোন্নত রাষ্ট্রের (এলডিসি) সারি থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যাচ্ছে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (১১ মার্চ) সচিবালয়ে এলডিসি থেকে উত্তরণের ঘোষণাপত্র অর্জন উদযাপন উপলক্ষে অয়োজিত বৈঠকে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।

ইনু বলেন, পঁচাত্তর পরবর্তী অবৈধ সামরিক-সাম্প্রদায়িক সরকারগুলো সংবিধানকে এড়িয়েছে বলে তারা এলডিসি থেকে দেশের উত্তরণ ঘটাতে পারেনি। শেখ হাসিনা পেরেছেন। কারণ তিনি সংবিধানের চার নীতি ফিরিয়ে এনেছেন।

‘কিভাবে পেরেছেন? তিনি দারিদ্র্য কমাতে, শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে, শিক্ষার হার বাড়াতে, দুর্যোগ মোকাবিলা করতে এবং বাণিজ্য ও কৃষিকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে এ অর্জন সম্ভব হয়েছে। ’

১৯৭২ সালের সংবিধানের মূলনীতি ছিল ধর্মনিরেপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। কিন্তু পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমানের সরকার এই চার মূলনীতি পরিবর্তন করে ফেলে। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার সংবিধান সংশোধনীর মাধ্যমে কিছুটা সংযোজন-বিয়োজন করে এ চার মূলনীতি ফিরিয়ে আনে।

এলডিসি উত্তরণের জন্য আগামী ২২ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সেখানে এ বিষয়ে তথ্যসমৃদ্ধ অ্যালবাম দেওয়া হবে।

পঁচাত্তরের পরে অবৈধ সরকারগুলো সংবিধানকে বাদ দিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সংবিধানের মৌলিক চার নীতি ফেরত নিয়ে এসে দৃঢ়ভাবে দেশকে দাঁড় করিয়েছেন। সংবিধানকে পুনঃআবিষ্কার করে সামাজিক চাহিদা, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ফলে সর্বস্তরের মানুষ নিশ্চিন্তে সব সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পেরেছে বলেও মনে করেন ইনু।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।