ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

অপহৃত চাইথুই মারমাকে উদ্ধার দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৪, মার্চ ১০, ২০১৮
অপহৃত চাইথুই মারমাকে উদ্ধার দাবি  সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতারা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় থেকে অপহৃত ইউনিয়ন বিএনপির সহ সভাপতি চাইথুই মারমাকে উদ্ধারের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি।

একই সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) এ ঘটনায় জড়িত উল্লেখ করে পাহাড়ের এই আঞ্চলিক রাজনৈতিক দলটিকে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।  

শনিবার (০৯ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।


 
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী।  

তিনি অভিযোগ করেন, পাহাড়ে খুন, গুম, চাঁদাবাজি, অপহরণ নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়ালেও এসব বন্ধে প্রশাসনের কোনো তৎপরতা নেই।  
 
আবু ইউছুফ দাবি করেন, বিএনপি নেতা চাইথুই মারমা অপহরণের সঙ্গে ইউপিডিএফ জড়িত। অবিলম্বে তাকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

‘পাশাপাশি মানিকছড়ি থেকে অপহৃত ৪ শ্রমিককে উদ্ধার এবং পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ’ 
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি প্রবীণ চন্দ্র্র চাকমা, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, আব্দুর রব, খনিরঞ্জন ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।