ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

শেরপুরে মোবাইল ফোনের দোকানে চুরি, মালামাল লুটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৮, মার্চ ১০, ২০১৮
শেরপুরে মোবাইল ফোনের দোকানে চুরি, মালামাল লুটে গ্লাসের দরজা ভাঙা। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় একটি মোবাইল ফোনের দোকানে চুরি ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা পৌনে চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছেন।

খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পৌরশহরে অবস্থিত আরএম স্মার্ট জোনে  সত্ত্বাধিকারী মো. মামুনুর রশীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (০৮ মার্চ)দিবাগত রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সবাই বাসায় চলে যান। পরদিন শুক্রবার (০৯ মার্চ) হওয়ায় দোকান খোলা হয়নি। শনিবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে প্রতিবেশী চা বিক্রেতা ইমান আলী বাসায় গিয়ে তাকে ঘটনাটি অবগত করেন।

খবর পেয়ে তিনি দ্রুত দোকানে ছুটে আসেন। দেখতে পান তাল ভেঙে দোকানের সাটার খোলা হয়েছে। এরপর দোকানের ভেতরে লাগানো গ্লাসের দরজা ভেঙে চোরেরা প্রবেশ করে হুয়াই ব্র্যান্ডের ৩৬টি মোবাইল সেটসহ প্রায় পৌনে চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে জানান ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো. মামুনুর রশীদ।

দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এটি একটি চুরির ঘটনা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমবিএইচ/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।