ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদী সরকারি কলেজের শহীদ মিনার উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৩, মার্চ ১০, ২০১৮
ঈশ্বরদী সরকারি কলেজের শহীদ মিনার উদ্বোধন উদ্বোধন শেষে মোনাজাত

ঈশ্বরদী (পাবনা): স্বাধীনতার মাসে পাবনার ঈশ্বরদী উপজেলায় সরকারি কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মার্চ) সকাল ১১টায় প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ শহীদ মিনারটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ।

পরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেনের সভপতিত্বে কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহকারী অধ্যাপক খন্দকার সিরাজুল ইসলাম মুরাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিব হাসান রনি ও কলেজ ছাত্রলীগ সভাপতি খন্দকার আরমান।

এর আগে প্রধান অতিথি ভূমিমন্ত্রী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।