ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৫, মার্চ ১০, ২০১৮
নাটোরে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

নাটোর: নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাসান মোল্লা (৩৬) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (১০ মার্চ) সকালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টায় নাটোর-বগুড়া মহাসড়কের জেলা প্রশাসকের বাস ভবনের সামনে দুই ট্রাকের সংঘর্ষে আহত হন হাসান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার খেমিরদিয়ার ভাটোপাড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।