ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

কসবায় কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মার্চ ৯, ২০১৮
কসবায় কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আল-আমিন (২৮) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাবার নাম হাবিবুর রহমান।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, আল-আমিন বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন। শুক্রবার বিকেলে তার কাছে কোনো টাকা না থাকায় নেশার টানে সে ঘরে থাকা কীটনাশক পান করে ফেলে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতলের মর্গে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।