ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

রামপুরায় শিশুসহ গুলিবিদ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, মার্চ ৯, ২০১৮
রামপুরায় শিশুসহ গুলিবিদ্ধ ৩ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রামপুরা বাগিচার টেক এলাকায় শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হলেন- বনশ্রীর উলনের বাসিন্দা রাব্বি (২৪) মো. সোহেল (১৪) ও ময়মনসিংহ গৌরিপুরের চান মিয়ার ছেলে শিশু মালেক (০৭)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শুক্রবার (০৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। তিনজনেরই পায়ে গুলি লেগেছে বলে ঢামেক জরুরি বিভাগ সূত্রে জানা যায়।

আহত সোহেল জানায়, সে মালিবাগে একটি কারখানায় কাজ করে। সন্ধ্যায় মালিবাগ থেকে রামপুরা বাগিচার টেকের বাসায় ফেরার পথে হঠাৎ গুলির শুব্দ শোনে। এসময় দৌড়ে পালাতে গেলে এক নম্বর গেটের সামনে হঠাৎ করে পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।
  
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার বাংলানিউজকে জানান, তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলটি রমনা এলাকায়।  

এ বিষয়ে রমনা থানার ওসি মাইনুল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮ 
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।