ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, মার্চ ৯, ২০১৮
নীলফামারীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু নীলফামারীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু

নীলফামারী: নীলফামারীতে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ মার্চ) বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩৭তম এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, মানুষ সচেতন হলে কুসংষ্কার, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতাসহ সকল ধরনের কর্মকাণ্ড দূর হবে।

মানবিক মূল্যবোধ ও আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে রবীন্দ্র সম্মেলনের বিকল্প নেই।

অনুষ্ঠানের শুরুতে শিল্পীরা নেচে-গেয়ে অতিথিদের অভিবাদন জানান। এরপর শিল্পীরা সমবেত কন্ঠে মঙ্গল বন্দনা করে প্রদীপ প্রজ্বলন করেন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন বিশিষ্ট আবৃতিকার ভাষ্কর বন্দোপাধ্যায়।

নীলফামারী পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, সম্মেলনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলায় গ্রহণ করা হয়েছে। এখানে রয়েছে সিসি ক্যামেরা, প্রবেশকারীদের দেহ তল্লাশি এবং নিরাপত্তা পাস ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  

তিনি আরো বলেন, শহরের প্রত্যেক মোড়ে ও পাবলিক প্লেসে পুলিশের টহল ও সাদা পোশাকে আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা নিরাপত্তায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।