ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, মার্চ ৯, ২০১৮
আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়া(ঢাকা): আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (০৯ মার্চ) বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রথমে রেডিয়ান নিটওয়্যারে আগুনের খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেডের ২টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

সেখানে দেখা যায় রেডিয়ান নিটওয়্যারের পাশে একতলা টিনশেডের এসবি সার্কুলার নিট, টুডে নিটওয়্যার ও এ প্লাস নিটওয়্যারেও আগুন ছড়িয়ে পড়ে।

পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ও উত্তরার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  

আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসবি নিটওয়্যার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
 
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।