ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

গোমস্তাপুরে গণপিটুনিতে  ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, মার্চ ৯, ২০১৮
গোমস্তাপুরে গণপিটুনিতে  ডাকাত নিহত

চাঁপাইনবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গণপিটুনিতে আবু রায়হান (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সাবদুল (২৩) নামে আরো একজন।

শুক্রবার (৯ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু রায়হান উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়ার আবু বক্করের ছেলে।

আহত সাবদুল জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের মাইনুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীররাতে বোয়ালিয়া-নরশিয়া সড়কে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে আবু রায়হান ও সাবদুল নামে দুই ডাকাতকে ধরে ফেলে। পরে তাদের গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আবু রায়হান মারা যান। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।