ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে অপহৃতের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৬, মার্চ ৯, ২০১৮
খাগড়াছড়িতে অপহৃতের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অপহৃতের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: অপহৃত চাইথুই মারমার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ মার্চ) সকালে খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার থেকে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার হয়ে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।


 
এসময় বক্তব্য রাখেন সমঅধিকার আন্দোলনের খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেএসএস এমএন লারমা গ্রুপ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাজ্য মণি চাকমা, বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি লোকমান হোসেন, রিপন চাকমা, মনিন্দ্র লাল ত্রিপুরা, উত্তম মারমা প্রমুখ।
 
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, খুন, গুম, অপহরণ, চাঁদাবাজিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসী কর্মকাণ্ডে সবাই অতিষ্ট হয়ে উঠেছে। তারা পাহাড়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চাই। অবিলম্বে চাইথুই মারমাকে মুক্তি ও সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।