ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

মাধবপুরে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, মার্চ ৮, ২০১৮
মাধবপুরে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, জরিমানা মাধবপুরে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জে একটি নকল ডিটারজেন্ট কারখানা থেকে ২০০ বস্তা নকল ডিটারজেন্ট পাউডার জব্দ ও মালিক আরব আলীকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে মাধবপুর পৌরসভা এলাকার পূর্ব মাধবপুর গ্রামের আরব আলীর বাড়ীতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এ জরিমানা করেন।

ইউএনও মোহাম্মদ মোকলেছুর রহমান বাংলানিউজকে জানান, নকল পন্য তৈরীর খবর পেয়ে আরব আলী মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় নকল কারখানা গড়ে তোলায় দায়ে মালিক আরব আলীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ওই কারখানা থেকে ২০০ বস্তা ডিটারজেন্ট পাউডার উদ্ধার করে পৌর কাউন্সিলর রফু মিয়ার জিম্মায় রাখা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।